Monday, September 7, 2009

দুলছি একা সুতো ছিঁড়ে

কতটুকু দুঃখ পেলে তুমি চুপচাপ থাকো কতটুকু কষ্ট পেলে নারীরা নীরবে কাঁদে
কতটুকু আশা জাগালে তুমি স্বপ্ন দেখো
                                     বাতাসের ফাঁকে
তুমি দূরত্বে দাঁড়ালে; দূরত্ব মনে হয় তিন ফুটেরও বেশি
তাই মৃদু বাতাসে কাঁপছে শরীর; রঙিন ঠোঁট
আজ তবে নাই-বা ফুটুক শিকড়-বাকড়হীন
                                             স্বপ্নকাঙ্ক্ষাফুল

যতটুকু পূর্ণতা নিয়ে জেগেছে জল; তৃষ্ণার্ত সমুদ্রজল
সন্ধ্যা নেমে গেলে ভুলে যাই সবকিছু শুধু ভালোলাগা বাদে
সব কি ভুলে যাওয়া ভালো; তুমি তো বিপরীতে চলো
তাই বেলা শেষে ক্লান্তির ডানা ঝেড়ে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে
ফিরছে তাদের নীড়ে; আমাকে জাগিও না তুমি—
                                   দুলছি একা সুতো ছিঁড়ে

No comments:

Post a Comment