Monday, September 7, 2009

পরশ

সাবধানে চলো পথে কাদা                ওই যে দেখছো কে-সে বাঁধা               মানুষ শিকল ভেঙে আসে শুধু মায়ার টানে
কাদায় খেলেছে শিশুদল                      জীবন ভাবে কত সরল
            ভাবছে কি তারা কঠিন বাস্তবতা আছে জীবনে
সবাই কি পথ মেপে চলে               একা নিজ দোলনায় দুলে
             যারা চলে গেছে ওই পথ ধরে দৃশ্যের নিকটে

লাবণ্য ছুঁয়েছি একা… প্রীতি                ভয় শুধু দিবসের স্মৃতি
           যদি দূরে চলে যাও দেখো আমি লেগে আছি ঠোঁটে
কাদা যদি মিশে যায় তবে                নিঃশ্বাস নেবে তৃপ্তি ভেবে
         স্বপ্ন আর বাস্তবতা ঘিরে রাখো ভিন্ন স্বাদ পাবে

No comments:

Post a Comment