দ্বিধা জাগেনি— তবু ছুঁয়ে গেলে অবশেষে তাদের শ্লেষে
আকাশে যতদিন মেঘ জমে, ততদিন বৃষ্টিপাত হয়নি
বৃষ্টির রূপকথা কাব্য-কবিতায় পড়েছি কিছু-কিছু
বাকিটুকু লোকমুখে শুনি
আমি আঁকছি মেঘের রূপ-প্রকৃতি; তুমি ঢাকছো আত্নগ্লানি
ইচ্ছে হলে কি সব পাওয়া যায়; সব সাধ কি এখনও জানি—
ছুঁলে তুমি কাঠখণ্ড চুম্বকের আগে; তবু কারো দ্বিধা জাগেনি
মনোতলে চোখ খুলে রাখো— দেখো এখনো তৃষ্ণা মিটেনি
শোনো, যেখানে প্রদীপ জ্বলে সেখানে না-যাওয়াই ভালো; ফলে
শ্রাবণ এলে তুমিও তাড়াগ্রস্ত হও বৃষ্টিছায়ায়; জানালা খুলে
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment