Monday, September 7, 2009

অক্ষমতা

রোদের কাছে যদি ছায়া ঋণী হয় বৃষ্টির কাছে তবে মেঘটাই কাল—
                        বাকিটুকু আড়াল
হাঁটতে গেলে কি যেন পড়ে থাকে পিছে
হাত লুকালো কই; তাকে দেখে বলো—
                        আনাচে-কানাচে
একদিন পুড়ে যাবো আমি— ফুরিয়ে যাবে
                যতকিছু; যত পিছু টান

No comments:

Post a Comment