Monday, September 7, 2009

সবুজ ক্লোরোফিল

ঘুরতে-ঘুরতে যারা ঘর বাঁধেনি, স্বপ্ন তাদের বনাঞ্চল তাদের দু’চোখে মিশেছে একপশলা রোদ এঁকে-বেঁকে
অশ্রুতে কারো মুখ ঢাকতে দেখিনি—
ফলে তুমি জলে খুলে ধরো ভেজাচুল

পাখির কলতান শুনে গাছে-গাছে জমছে কোলাহল

অবশেষে যারা ছুঁয়েছে অঞ্জলি; তাদের দু’হাতে ফুটেছে বৃষ্টিফুল
চূড়ার গভীরে ভাসছে জল-পাতা চন্দ্রমেঘ
এভাবে তুমিও হয়েছো সবুজ ক্লোরোফিল

No comments:

Post a Comment