ঢেউয়ের থরে-থরে আঁকা নদীবাসস্মৃতি তুমি জলে ভিজলে ব্যথা লাগে; দুঃখ হয় না প্রীতি
ঢেউয়ের টানে উঠে দাঁড়ায় মাতাল স্রোত নদীপাড়ে
শৈশব কেটেছে মাগুরা নদীর পাড়ে যৌবন এসে ঠেকেছে
টেমসের পাড়ে
সময়ের ব্যবধান দু’রকম তাই নদীজলে দেইনি সাঁতার
তোমার মোহদৃষ্টিতে ফুটে ওঠে জল; ফুলে ওঠে বেদনা; হাড়
তুমি পাশে নেই বলে উষ্ণতা নেই, ঝরেনি শরীরের ঘাম
চারিদিকে স্তব্ধ ছায়া— পোড়ামনে নদীজল ফুটে অবিরাম
Monday, September 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment