Monday, September 7, 2009

ভবঘুর

কিছু কথা শোনো ওহো রাত্রিরে বলি সব বাজি রেখেছো ঝিনুকের খোলে তবু—
                                     তবুও চুনকালি
ফরিয়াদ করি তব তুলে ধরো অঞ্জলি
ধনেপাতায় চোখপাতা; ডাটাশাকে টানা-টানি
সংশয় ঠোঁটে রাখোনি তবু বলো অশ্রু তো সহজ পানি


কিছু কথা বাকি থাকে; কিছু স্মৃতি পুড়ে মরে
দু-চোখে জল রেখে দূরে যাও-বহুদূরে
দ্বিধা-দ্বন্দ্ব লেবুঘ্রাণ; তুমি ছাড়া সবই দ্বারে
                                     রাত্রি দেখো ভবঘুরে

No comments:

Post a Comment