বৃষ্টি হলে ঘনমেঘ কাঁদে; হেসে ওঠে পুকুরের জল বৃষ্টি হয়নি তাই রোদে পুড়ে জল, ছায়া বাঁধা বনে
তোমাকে গ্রহণ করিনি তাই কান্না জ্বলে-পুড়ে মরে
করাত কলে
তুমি তো জানো— করাত কলে কাঠ চেরাইয়ের শব্দ
ভালো লাগে খুউব; তাই আমাকে ঘিরে ফেলেছে
এখন কাঁচা মাংসের ঘ্রাণে
তোমাকে নিয়ে করাত কলের শব্দ শুনিনি কতদিন হলো
সেকথা ভাবতে-ভাবতে আবার শীত এসে গেলো
শীত তো সহ্য হয় না; গা শিরশির করে পবনে
আমাকে গিলে ফেলেছে কাঁচা মাংসের ঘ্রাণে
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment