Monday, September 7, 2009

মাছরাঙাঠোঁটে

তুমি নীতিপ্রবণ ছিলে, ফলে শ্রাবণ জলে হয়েছো বিলীন… সবাই ভুল বুঝে

আমি ফিরে যেতে চাই, যেভাবে সূর্য্য ডুবে গেলে
চারিদিকে গড়িয়ে সন্ধ্যা নামে দৃশ্যপটে

তুমি নীতিপ্রবণ তাই জলে ঘুরে দাঁড়াও চক্রাকারে
মাছরাঙাঠোঁটে

No comments:

Post a Comment