হাঁটতে হাঁটতে যদি হারিয়ে ফেলো পথ তবে— তবে গতি পথ দায়ী হবে কেনো?
তার জন্য দায়ী করো পা; তোমার আকাঙ্ক্ষা
দৃষ্টি খুলে রাখো দূরে; হয়ত ফিরে পাবে পথ
সাথে পাবে রোদ-জলের পাশে মেঘের হাওয়া
আমি তো দূরে ফেলে এসেছি দূরের গায়ে—
মাটির গন্ধ; সহচরের মায়া
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment