Monday, September 7, 2009

বিবিধ সংলাপ

তোমার দু-চোখের ক্লান্তি দূর হলো কবে চুপ করে বসে ছিলে সবুজ ঘাসে—
কি যেন খুঁজছিলে আনমনে; তাই জলে চোখ মুছে
                          ফেরারি রুমাল

জল গড়িয়ে পড়লে বাধা কই নিবিড় অন্ধকারে
বৃষ্টির মুখ দেখিনি কতদিন হল— সে সব ছবি
স্মরণে এলে কি চোখের জল গুনে রাখা যায় চোখের পাড়ে

No comments:

Post a Comment