Monday, September 7, 2009

শীতনিদ্রা

কতটা ওজন জেনেছো তুমি বন্দরে এসে কতটা শিখেছো ভালোবাসাবাসি অগুচরে
                                      এলোমেলো ঘুরে
আমি তবে কেনো যবো দূরে; শীতনিদ্রা ফেলে

তুমি বরং ফিরে এসো এই পথ ধরে
দেখবো কার উষ্ণতা নিয়ে জেগেছে শীতনিদ্রা
                                               নগর-বন্দরে
     

No comments:

Post a Comment