Tuesday, September 8, 2009

ভাগ্যরেখা

লক্ষ ঠিক করে সবাই স্বপ্ন দেখে এগোতে চায় তার মতো করে গড়ে তুলে স্বপ্নবাগান

ভাবে টাকা-কড়ি কবে হবে; অপেক্ষা আর কতদিন
চাওয়াতে প্রথমসারি; বাড়ি-গাড়ি-নারী রঙিন দালান

তার ব্যতিক্রম কেউ হয় হয়ত নয়; শুধু সময় কথা কয়
আমিও বান্ধিব বাড়ি— খুব কাছে দাঁড়ানো শমন

একদিন হাতরেখা গুনে কিছুই পাইনি—
অবিরাম বৃষ্টি ছিল সে দিন


কিছুই ভাবি না সখি, জানতে ইচ্ছে করে না কিচ্ছু এখন
শুধু ভাবি আয়ু কত হবে; তুই ফিরে আসবি কোনদিন

1 comment: