Tuesday, September 8, 2009

পথভোলা পথিকের ডানায় ভোরের পালক

যাত্রাভিমুখে পথভোলা মুখগুলো স্ফীত হয়ে গেলো তুই দাঁড়িয়ে ছিলে নির্মোহ টানে জানালায়— গ্রিলের শিঁকে
ক্লান্ত ভাড়ে নুয়ে পরা চোখ দু’টি কবে যেন বেদনার্ত হলো
অভিমানি জ্যোৎস্নালো বিজুলির মতো চমকাচ্ছে চারদিকে

বেলা শেষে যারা ঘরে ফেরেনি তারা— তারা পথভোলা পথিক
তাদের ডানায় ঝরে গেছে কবে পাখি তাড়ানো ভোরের পালক

No comments:

Post a Comment