Monday, September 7, 2009

হিমে পুড়ে চুল

তুমি উড়াও আউলা চুল, খুলে ধরো খোঁপা চেয়ে দেখো স্পর্শ ছাড়া কিভাবে তেজে ওঠে লোনাজল
কিভাবে জলে-অনলে ফোটে তোমার ছায়ার নীরবতা

তুমি কি জানো তোমার আউলা চুলের ভেতর
কতটা হতভম্ব ছিলো দখিনা হাওয়া আর
                                 রোদঘন মেঘের দল


ছুঁলে তুমিও হিম বরফ থেকো; তাই হিমে পুড়ে আমি কংকাল

No comments:

Post a Comment