Monday, September 7, 2009

ভিনদেশে এসে

যেভাবে বেঁচে আছি ভিনদেশে                           চারদেয়াল ঘিরে
ঠিক যেন জীবন চুরি করে বাঁচা
আর আসট্রেতে লুকিয়ে রাখা তৃপ্তির শেষ
অংশটুকু মুল্যহীন— বোবাতামাকপাতা

আমার অস্থি-মজ্জায় নির্মোহ টান ধরেছে; স্বপ্ন বাঁকা
তুমিও এই ভিনদেশে এসে হয়েছো কারো আদরের
                                                     ধ্রুববৃষ্টিসখা

No comments:

Post a Comment